নিজস্ব প্রতিনিধি : সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্মেলনে বিভিন্ন পর্যায়ের কমিটিতে যাতে বিতর্কিত ও অনুপ্রবেশকারীরা স্থান করে নিতে না পারে, সেজন্য এসব ব্যক্তিদের একটি তালিকা করেছে আওয়ামী লীগ। তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে দলটির বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়েছে । গতকাল রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বরিশাল বিভাগের অর্ন্তগত সকল জেলার বিতর্কিত অনুপ্রবেশকারীদের নাম প্রকাশিত হয়েছে । এর মধ্যে পিরোজপুর জেলার ১০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে বিতর্কিত ও অনুপ্রবেশকারীর নাম প্রকাশিত হয়েছে । তবে এই তালিকায় পিরোজপুর জেলার ৭ টি উপজেলার ১ টি উপজেলার ১০ জনের নাম এসেছে । আওয়ামীলীগের হাইকমান্ডের নির্দেশে এদের উপর নজরদারি রাখছে গোয়েন্দা সংস্থার বাহিনী এবং তাদের সকল ধরনের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছেন খোদ আওয়ামীলীগের সভানেত্রী নিজেই ।
সূত্রের খবর, বিভিন্ন জেলায় বিতর্কিত ও অনুপ্রবেশকারী নেতাদের সম্পর্কে আরো খোজ খবর নিচ্ছে আওয়ামীলীগের হাইকমান্ড । মূলত স্বচ্ছ, হাইব্রীড মুক্ত , সুবিধাভোগী ও শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হচ্ছে ।