1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হওয়ায় নাজিরপুরে আনন্দ মিছিল | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হওয়ায় নাজিরপুরে আনন্দ মিছিল

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৭০৯ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি :  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে অনুমেদন হওয়ায় পিরোজপুরের নাজিরপুরে আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা আ.লীগ ও স্থানীয়দের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য (পিরোজপুর-১) গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিমকে অভিনন্দন জানিয়ে পৃথক পৃথক র‌্যালী ও আনন্দ মিছিল বের করা হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে আ.লীগের উদ্যোগে বের হওয়া র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল লতিফ প্রমুখ।
অপরদিকে, একই দিন দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে উপজেলা পরিষদ সন্মুখে এক পথসভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে, গত ৯ অক্টোবর বুধবার প্রধান মন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের চুড়ান্ত অনুমোদন প্রদান করনে। এর আগে গত ২ জুলাই স্থানীয় এমপি (পিরোজপুর-১) গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধান মন্ত্রীর কাছে আবেদন জানান। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেখানে (পিরোজপুর) বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা জানতে চেয়ে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে চিঠি দেয়া হয়। সে প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পিরোজপুর জেলার পার্শ্ববর্তী বাগেরহাট ও ঝালকাঠী জেলায় কোন বিশ্ববিদ্যালয় নেই। বিভাগীয় শহর বরিশালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও কোন বিশেষায়িত বিশ্ববিদ্যালয় নেই। পটুয়াখালী জেলায় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থাকলেও পটুয়াখালী পিরোজপুরের নিকটবর্তী কোন জেলা নয়।
চিঠিতে আরো বলা হয়, পার্শবর্তী জেলাগুলোতে কোন বিশ্ববিদ্যালয় না থাকায় পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পিরোজপুরসহ দক্ষিনাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উচ্চশিক্ষা গ্রহনের অধিক সুযোগ সৃষ্টি হবে। তাই পিরোজপুরে সরকারী উদ্যোগে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালকে অবহিত করেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x