নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার প্রেসক্লাব প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এ সময় পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, শফিউল হক মিঠু, জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাইল ইসলাম শামীম, শিরিনা আফরোজসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।