1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে প্রেমের ফাঁদে পরে গণ-ধর্ষণের স্বীকার তরুনী ! আটক -২ ধর্ষক | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন

পিরোজপুরে প্রেমের ফাঁদে পরে গণ-ধর্ষণের স্বীকার তরুনী ! আটক -২ ধর্ষক

  • শেষ হালনাগাদ : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ১২১৮ জন সংবাদটি দেখেছেন
sdr

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে প্রেমের ফাঁদে পরে গণ-ধর্ষণের স্বীকার হয়েছে এক তরুনী (১৮)। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামে। শনিবার সকালে পুলিশ ঘটানার সাথে জড়িত থাকার অভিযোগে শুভ ও বেলাল নামে দুই যুবককে গ্রেফতার করছে। গ্রেপ্তার হওয়া শুভ শেখ (২৬) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং বেলাল খান (৩০) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর-পুখুরিয়া গ্রামের নুর ইসলাম খানের ছেলে।
গণধর্ষনের শিকার তরুনীর (১৮) বাড়ী জেলার স্বরূপকাঠি উপজেলার মহিষমারা এলাকায়। সে বর্তমানে পিরোজপুর সদরের রাজারহাট এলাকায় তার মাকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকে।
গণধর্ষনের শিকার তরুনী জানান, অল্পকিছু দিন আগে তাদের স্বরূপকাঠির বাড়ি থেকে পিরোজপুরে আসার পথে শুভর সাথে তার পরিচয় হয়। এ সময় শুভ তার মোবাইল ফোনের নম্বরটি চেয়ে নেয়। পরে তার সাথে ফোনে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শুক্রবার বিকেলে শুভ তার সাথে দেখা করার কথা বলে শহরের সিও অফিস (বঙ্গবন্ধু চত্ত¦র) মোড়ে নিয়ে আসে। এরপরে জরুরী কথা আছে বলে তাকে মোটরসাইকেলে করে কলাখালীর দিকে নিয়ে যায়। পরে সন্ধ্যা হয়ে গেলে কালাখালীর কৈবর্তখালী গ্রামের একটি অন্ধকার বাগানে নিয়ে শুভ সহ তার কয়েকজন বন্ধু মিলে ভয়-ভীতি দেখিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। পরে রাত গভীর হলে সেই বাগান থেকে তাকে পাশর্^বর্তী একটি ঘরে নিয়ে যায় এবং সেখানে নিয়েও ধর্ষন করে। সকালে সেই ঘর থেকে পালিয়ে এসে থানায় পুলিশের কাছে বিষয়টি জানায় মেয়েটি।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটানায় মেয়েটি বাদি হয়ে গণধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে এবং পুলিশ জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x