1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে ডিবির পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩ | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন

পিরোজপুরে ডিবির পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

  • শেষ হালনাগাদ : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৬২৬ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পৌর এলাকার ৮নং ওয়ার্ডে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাজা বিক্রেতা মোঃ আঃ রহিম (৩৮) গ্রেফতার করেছে। এসময় তার সঙ্গে মজুদকৃত ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি । রবিবার বিকে ৪ টার দিকে পিরোজপুর পৌর এলাকার  ৮ নং ওয়াডে দক্ষিন খামকাটা মাতুব্বর বাড়ীর পূর্ব পাসে সোহরাবের মুদি দোকানের পূর্ব পাসে ইটের রাস্তার উপরে থেকে গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাজা ব্যবসায়ি সদর উপজেলার মধ্য কালিকাটি এলাকার রাজ্জাক আকনের ছেলে ।

অন্যদিকে পৃথক এক অভিযানে পৌর শহরের উত্তর শিকারপুর জামে মসজিদের কাছ থেকে রবিবার রাত ৮ টার দিকে ২০ গ্রাম গাজা সহ আবদুল্লাহ আল মামুন প্রিন্স ( ১৯ ) ,উত্তর শিকারপুরের মোঃ হুমায়ুন কবির  ছেলে ও মোঃরিজান খান (২২)  মিক্ষা অফিস সড়কের আঃ কাদের খানের ছেলেকে ২০ গ্রাম গাঁজা সহ আটক করা হয় ।

এ বিষয়ে পিরোজপুরের ডিবি পুলিশের উপ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান , এসপি স্যারের নির্দেশ বাস্তবায়নে চলমান মাদক উদ্ধার অভিযান অবহ্যাত থাকবে ।  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হযেছে ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x