1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নশীপ শুরু | পিরোজপুর পোষ্ট ২৪
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

পিরোজপুরে পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নশীপ শুরু

  • শেষ হালনাগাদ : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ১০৫৯ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুরে ১২ দিনব্যাপী পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ড চ্যাম্পিয়নশীপ শুরু হয়েছে। “ফুটবল খেলতে মাঠে চলি, মাদককে না বলি”-শীর্ষক শ্লোাগানকে ধারণ করে জেলা স্টেডিয়ামে সোমবার বিকাল ৪ টায় এ টুর্নামেন্ট উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি  শেখ এ্যানি রহমান। তিনি বলেন, আগামীর নতুন দেশ বির্নিমানে যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। আর সে জন্য মাদক, সন্ত্রাসের পথ পরিহার করে সুস্থ্য সামাজিক পরিবেশে ফিরে আসতে হবে। পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী খেলায় জেলার ৭টি উপজেলা পরিষদের চেয়ারম্যানগন এসময় নিজ নিজ পতাকা উত্তোলন করেন। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুনতানজির,নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, সদর উপজেলা চেয়াম্যান মজিবুর রহমান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আঃ হক সহসকল উপজেলা চেয়ারম্যান, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ জেলা পুলিশের বিভন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, বিপুল পরিমানের দশক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে পিরোজপুর সদর উপজেলা ও নাজিপুর উপজেলার প্রতিদ্বিতায় ৫-১ গোলে পিরোজপুর সদর উপজেলা জয়ী হয়। এতে পিরোজপুরের ৭ টি উপজেলার ৭ টি ফুটবল দল ও পিরোজপুর জেলা পুলিশের ১ টি দল অংশগ্রহন করবে । ২ টি গ্রুপে বিভক্ত হয়ে  আজ  ২১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় পিরোজপুর সদর উপজেলা ৫-০ গোলে নাজিরপুর উপজেলাকে পরাজিত করে। অনুষ্ঠানে শারিরিক কসরত পরিদর্শন করে জেলা শিশু পরিবার। আগামী ১ নভেম্বর পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x