বিশেষ প্রতিনিধি, পিরোজপুর পোষ্টঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবক দুরারোগ্য ব্যাধীতে ভুগছে জন্ম থেকে। দরিদ্র পিতা ছেলের চিকিৎসায় সহায়-সম্বল হারিয়ে দিশেহারা।
রোগাক্রান্ত পুত্রের চিকিৎসা দুরে থাক, বর্তমানে ছেলের চিকিৎসায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সম্বলটুকুও এখন অবশিষ্ট নেই। তবুও বুকের ধন পুত্র চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে উঠবেন এমন আশায় বুক বেঁধে আছেন তিনি। বুড়ো বয়সে এখনো যেন কান্তিহীন ছুটে চলা পুত্রের চিকিৎসায়। ছেলেকে নিয়ে ছুটছেন এ হাসপাতাল থেকে অন্য হাসপাতালে।
বর্তমানে চট্টগ্রামে অবস্থান করে চিকিৎসা নেয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা (চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আবাসিক সার্জন (জেনারেল) সম্প্রতি ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনষ্টিটিউট অব বার্ন ইউনিট এন্ড প্লাষ্টিক সার্জারী-ঢাকা’য় রেফার করেছেন।
দেলোয়ার হোসেনের পিতা আব্দুল মালেক মল্লিক এ প্রতিবেদককে বলেন, জানান, আমার পূত্র জন্মের সময় মাথার পেছনাংশে ক্ষুদ্রাকৃতির একটি বিচি আকারে জন্মগ্রহন করে। জন্মের পর থেকে সেটা একটু একটু করে বড় হতে থাকে। ওর বয়স যখন ১১ বছর, তখন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতেল অপারেশন করাই। সেই অস্ত্রপাচার চিহৃ শুকাতে না শুকাতেই সারা শরীরে ছোট ছোট অসংখ্য বিচি আকৃতি দেখা দেয়। এরই মধ্যে শরীরের বাম পার্শ্বের হাতসহ পিঠে টিউমারটি ধীরে ধীরে বড় হয়ে ঝুঁলে পড়েছে। যার ওজন আনুমানিক প্রায় ৩০ কেজির মতো। এছাড়া, পুরো শরীরে ছোট ছোট বিচি দেখা দিয়েছে।
তিনি আরো বলেন, ওর মা বেঁচে নেই, ছেলের ১১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সেই থেকে চিকিৎসাসহ যতটুকু পারছি সেবা করছি। আমি গরীব মানুষ, পূত্রের চিকিৎসা ব্যায়ভার বহন আমার পক্ষে সম্ভব না। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছি না। তিনি চিকিৎসাপত্র দেখিয়ে বলেন, চট্টগ্রামে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানকার ডাক্তারগন ছেলেকে দেখে এটাকে ‘লাইফোমা টিউমার’ বলে জানিয়েছেন। পরে তারা ঢাকার শেখ হাসিনা ন্যাশনাল ইনষ্টিটিউট অর্ব বার্ন ইউনিট এন্ড প্লাস্টিক সার্জারী ঢাকায় ‘রেফার’ করেছেন। শিগ্রই ঢাকায় নিয়ে যাব। আল্লাহর মেহেরবানী ও মানুষের সহযোগীতা পেলে আমার ছেলে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে উঠবে।
দেশের হৃদয়বান, বৃত্তবানদের কাছে আমার বিনীত আবেদন আমার পূত্রের চিকিৎসায় সাহায্যের জন্য। মানুষের সহযোগীতায় যেন আমি আমার পূত্রের চিকিৎসা করে সুস্থ্য করে তুলতে পারি।
মো. দেলোয়ার হোসেনের চিকিৎসা সহায়তায় স্থানীয় পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী দেলোয়ার হোসেনে চিকিৎসার্থে সকলের সহযোগীতা কামনায় প্রত্যয়নপত্র পেশ করেছেন। মো. দেলোয়ার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা বগিরথপুর গ্রামের আব্দুল মালেক মল্লিকের পুত্র।
সার্বিক সহযোগীতাসহ যোগাযোগের জন্য – আঃ মালেক মল্লিক-০১৭২৬-১৫৬৯৮৯ (বিকাশ), অগ্রনী ব্যাংক লিমিটেড, হিসাব নং- ০২০০০০৮৮৭১১২৫. মিরুখালী শাখা, মঠবাড়িয়া, পিরোজপুর।