নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস দিবস। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ জুলাই) সকালে পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।