পিরোজপুর : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক এর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র্যালীটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালকৃষ্ণ টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। পরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রমুখ।