জনপ্রিয় বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর টিভির ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের মত পিরোজপুরেও এ উৎসব পালন হয়েছে। রবিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
এসময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সভাপতি এ.কে আজাদ,শফিউল হক মিঠু,সম্পাদক এস,এম পারভেজসহ জেলার সাংবাদিক,ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, আমরা দেখতে পাচ্ছি বেসরকারি টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর অল্পদিনে অনেক দূর এগিয়ে গেছে তার বস্তুনিষ্ঠ সংবাদেও মাধ্যমে। তাই তাদের প্রতি শুভ কামনা থাকবে আরো সামনের দিকে এগিয়ে যাবে সত্যের সাথে।