1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে দিন দিন বাড়ছে মাল্টা চাষ স্বাবলম্বী বেকার যুবকরা | পিরোজপুর পোষ্ট ২৪
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন

পিরোজপুরে দিন দিন বাড়ছে মাল্টা চাষ স্বাবলম্বী বেকার যুবকরা

  • শেষ হালনাগাদ : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৬৯০ জন সংবাদটি দেখেছেন

ইমাম হোসেন মাসুদ, পিরোজপুরঃ
পিরোজপুর জেলায় দিন দিন বাড়ছে মাল্টা চাষ। সফল চাষীদের দেখে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন বিভিন্ন উপজেলার বেকার যুবকরা। পিরোজপুরের মাল্টা ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সারাদেশে। জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, বিদেশি এ ফলের দেশীয় চাহিদা মেটাতে অতীতে আমদানির ওপর নির্ভর করতে হতো। কিন্তু কয়েক বছরের মধ্যে এ জেলায় উৎপাদিত মাল্টা এখন রাজধানীসহ বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করছে পিরোজপুরের মাল্টা ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সারাদেশে।

দোকানে বিদেশি ফলের সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত এ ফলটিও বিক্রি হচ্ছে দেদার। শহরের খাদ্য সচেতন মানুষের কাছে এ মৌসুমী ফলের বেশ কদর। বিদেশ থেকে আনা কমলা, মাল্টা, ডালিমের সঙ্গে বেশ পাল্লা দিয়েই বেড়ে চলছে এ ফলের চাহিদা। ক্রেতা-দোকানির কাছে আমদানি করা হলেও রঙের চেয়ে এ জেলার সবুজ মাল্টার কদর বেশি।


মাল্টা চাষী বলেন, পাঁচ বছর আগেও এ জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত ফলের মধ্যে পেয়ারা ও আমড়ার নাম ছিল শীর্ষে। বর্তমানে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। আর এ পরিবর্তন হয়েছে মাত্র চার বছরে। বর্তমানে এ জেলায় প্রায় ৯৪১টি মাল্টা বাগান রয়েছে। আর সফলতার মুখ দেখছেন অনেক বেকার যুবকরা।
পিরোজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিপন চন্দ্র ভদ্র বলেন, মাল্টা চাষে সার্বিক উন্নায়নে জেলা-উপজেলা কৃষি কর্মকর্তারা বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় গত বছরের চেয়ে এবছর আরো মাল্টা বাগান বৃদ্ধি পেয়েছেন বলে জানান এ কৃষি কর্মকর্তা। পিরোজপুর জেলায় এ বছর ৯৪১টি মাল্টা বাগান রয়েছে এবং জমির পরিমাণ দাড়িয়েছে ১২২ হেক্টরে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x