ইমাম হোসেন মাসুদ, পিরোজপুরঃ
পিরোজপুর জেলায় দিন দিন বাড়ছে মাল্টা চাষ। সফল চাষীদের দেখে মাল্টা চাষে আগ্রহী হচ্ছেন বিভিন্ন উপজেলার বেকার যুবকরা। পিরোজপুরের মাল্টা ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সারাদেশে। জেলার কৃষি কর্মকর্তারা বলছেন, বিদেশি এ ফলের দেশীয় চাহিদা মেটাতে অতীতে আমদানির ওপর নির্ভর করতে হতো। কিন্তু কয়েক বছরের মধ্যে এ জেলায় উৎপাদিত মাল্টা এখন রাজধানীসহ বিভিন্ন এলাকার চাহিদা পূরণ করছে পিরোজপুরের মাল্টা ইতিমধ্যে পরিচিতি পেয়েছে সারাদেশে।
দোকানে বিদেশি ফলের সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত এ ফলটিও বিক্রি হচ্ছে দেদার। শহরের খাদ্য সচেতন মানুষের কাছে এ মৌসুমী ফলের বেশ কদর। বিদেশ থেকে আনা কমলা, মাল্টা, ডালিমের সঙ্গে বেশ পাল্লা দিয়েই বেড়ে চলছে এ ফলের চাহিদা। ক্রেতা-দোকানির কাছে আমদানি করা হলেও রঙের চেয়ে এ জেলার সবুজ মাল্টার কদর বেশি।