পিরোজপুরে চলমান মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকেলে কুমার খালী এলকায় অভিযান চালিয়ে তালিকা ভুক্ত একাধীক মাদক মামলার আসামী ইমাম আলি খানকে ইয়াবা সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ইমাম আলি ওই এলাকার সেকান্দার আলির পুত্র। আসামির বিরুদ্ধে এর আগেও পিরোজপুর সদর থানায় তিনটি মাদক আইনে মামলা রয়েছে।
ডিবি পুলিশের এসআই মোহাম্মদ দেলোয়ার হোসাইন জসিম ,এ.এস.আই ওলিউল্লাহ কং রিয়াজ ,মশিউর ,নাসির উদ্ধার অভিযানে অংশ নেয়।
এসআই মোহাম্মদ দেলোয়ার হোসাইন জসিম জানান,আসামির বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।