1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৫৩ অপরাহ্ন

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি

  • শেষ হালনাগাদ : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৫৮১ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে বুধবার দুপুর পর্যন্ত আট জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে আজ সকালে পাশ^বর্তি মোড়েলগঞ্জ উপজেলার ছোট কুমার খালি গ্রামের ইস্কেন্দার আলীর স্ত্রী আনোয়ার সুলতানা (৫০) ভর্তি হয়েছেন। অন্যরা হলেন সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের হরিণাগাজীপুর গ্রামের সুলতান মৃধার পুত্র জাবের হোসেন (২৫), কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের রহমান শেখের পুত্র রিয়াজ শেখ (৩৫) ও কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের হোসেন গাজীর পুত্র ইমরান হোসেন (২৬), সদর উপজেলার উদয়কাঠী গ্রামের সঞ্জয় সিকদারের স্ত্রী সুপর্ণা সিকদার (২৭) ও মোড়েলগঞ্জ উপজেলার ছোট কুমার খালি গ্রামের ইস্কেন্দার আলীর স্ত্রী আনোয়ার সুলতানা (৫০)


এদেও মধ্যে আশংকাজন অবস্থায় ইমরান ও মিরাকে বুধবার সকালে এবং জাবেরকে মঙ্গলবার বিকালে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলে জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাকিল সরোয়ার বিষটি নিশ্চিত করেছেন। এ ছাড়াও মঠবাড়িয়া উপজেলায় ৩ জন, নাজিরপুরে এক জন ও নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামের নুরুল ইসলাম(৬২) ডেঙ্গতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে নূরুল ইসলামকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সিভিল সার্জন ডাঃ ফারুক আলম নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x