নিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকা থাকাকালীন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের আদম আলীর ছেলে সোহেল (১৮) বরিশালে মারা গেছেন ।শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো. বাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন । ডাঃ মো. বাকির হোসেন জানান, দুপুর দেড়টায় হাপসাতালে ভর্তি হন সোহেল (১৮)। তিনিও রাত ৩টা ৪০ মিনিটে মারা যান।মৃত রোগীর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিলো। তাদের হার্ট, লিভার ও কিডনী ক্ষতিগ্রস্থ হয়েছিলো।