ইমন চৌধুরী : “এসো শহীদের রক্ত শপথে বলিয়ান হয়ে সত্য ও সুন্দরের আরাধনা করি” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার ২১ তম জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় উদ্দীচীর জেলা কার্যালয়ে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এসয়ম উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়,কমিউনিস্ট পার্টীর জেলার সাবেক সভাপতি ডাঃ তপন বসু,সিপিবির সভাপতি দীলিপ কুমার পাইক,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শানÍনু হালদার,সম্পাদক শাহানা মুন্নি প্রমুখ।
এসময় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।