নিজস্ব প্রতিবেদক :
পিরোজপুর জেলার কচা নদীতে মাছ ধরার সময় তেলবাহী জাহাজের ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে হানিফ গাজী (৬২) নামে এক জেলের মৃত্যু হয়। বুধবার দুপুরে উপজেলার জোলাগাতী গ্রামের বিদ্যুতের টাওয়ার সংলগ্ন কচা নদীতে এ দুর্ঘটনা ঘটে। হানিয় গাজী ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মৃত মফেজ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে যানাযায়, ঢাকা-মংলা রুটে চলাচলকারী একটি তেলবাহী জাহাজ মংলার দিকে যাচ্ছিল। দুপুরের দিকে তেলবাহী জাহাজটি জোলাগাতী এলাকার কচা নদী অতিক্রম করার সময় জাহাজটি জেলের নৌকায় ধাক্কা দিলে হানিফ নদীতে পরে যায়। এসময় স্থানীয়রা তাকে জালেপেচানো অবস্থায় মৃত উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।