নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (ভারপ্রাপ্ত ) ।দিনব্যাপী এ কর্মশালায় ইউএনও, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও ছাত্ররা অংশ নেন।