নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও, পিরোজপুরে এ অবস্থার তেমন পরিবর্তন হয়নি। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তবে হাসপাতালগুলোতে যথাযথ সেবা না পাওয়ায় ক্ষোভ রয়েছে রোগীদের ।
গত জুলাই মাসের ২৫ তারিখ থেকে পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি শুরু হয়। আর সময়ের সাথে সাথে বাড়তে থাকে রোগীর সংখ্যা। পিরোজপুর থেকে ঢাকা ও বরিশালে পাঠানোর পর মারা গেছে ২ জন রোগী। গত ২৪ ঘন্টয় পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৪ জন। এছাড়া ভর্তি রয়েছে মোট ৭০ জন।
তবে হাসপাতালে রোগীদের চাপ বেশি থাকায় দেখা দিয়েছে বেড সংকট। ফলে হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়েছে অনেকে। সেখানে বৈদ্যুতিক পাখা না থাকায় মারাত্মক কষ্টের রয়েছেন রোগীরা। এছাড়া হাসপাতাল থেকে ঔষধ না পাওয়ারও অভিযোগ রয়েছে রোগীদের।
তবে বিগত কয়েক দিন ধরে হাসপাতালে রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানান পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ ফারুক আলম । এছাড়া রোগীদের সাধ্যমত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। পিরোজপুরের ৭টি উপজেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১৪ জন।