নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা পুলিশের আয়োজনে পিরোজপুর পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। মতবিনিময় সভায় পিরোজপুর জেলার ৭ টি উপজেলার পূজা উদ্জাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ,পিরোজপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডল, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তিু মুজমদার,পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ প্রমুখ। পিরোজপুরের ৭ টি উপজেলার পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । সভায় পিরোজপুরের ৭ টি উপজেলায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করা লক্ষ্যে সকল প্রকার গৃহীত পদক্ষেপ আলোচনা করা হয় । এ বছর পিরোজপুরের ৭ টি উপজেলায় ৪৭০টি পূজা উদাযপন করা হয় ।