নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে ” নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জনবল ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই স্লোগানে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন ও ব্রাক এর সহযোগীতায় দিবসটি উপলক্ষে টাউন ক্লাব থেকে র্যালী বের হয় র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মুজাহারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমদ মাইনুল হাসান, জেলা তথ্য অফিসার শেখ মোঃ শহীদুল ইসলাম, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহাবুব আলম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিজী।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিশু একাডেমীর ব্যবস্থাপনায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। প্রথম পুরস্কার পায় পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭মশ্রেনীর শিক্ষার্থী আতিফ মোস্তফা। পরে বিদ্যালয়ের মাঠে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে মহড়া প্রদর্শন করা হয়। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটসহ বিভিন্ন সংগঠন ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।