1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পিরোজপুরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে পিরোজপুরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৬৪৫ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুরে আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশ আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মিলণায়তনে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারী মহিলা কলেজ, আফতাব উদ্দিন কলেজ,তেজদাসকাঠী কলেজ অংশগ্রহন করে। প্রথম পর্বে বিতর্কের দুটি বিষয়বস্তু ছিল “কমিউনিটি পুলিশিং জনগনের নিকট পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করে” ও “ কমিউনিটি পুলিশিং হচ্ছে জনগনের আস্থার সেতুবন্ধন” এতে বিজয়ী হয় পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ও পিরোজপুর সরকারী মহিলা কলেজ ।

বৃহস্পতিবার দুপুরে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে নির্ধারিত বিষয় ছিল “জঙ্গিবাদ,মাদক,ইভটিজিং ও সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং একটি কার্যকর পদক্ষেপ”। এর পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ এবং বিতর্কের বিপক্ষে অবস্থান করে পিরোজপুর সরকারী মহিলা কলেজ ।প্রতিযোগীতার বিজয়ী ও বিজেতা দলের নাম আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবসে ঘোষনা করা হবে।পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেনের সভাপত্বি প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক কাজী জাহাঙ্গীর প্রমুখ ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x