1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে আনন্দ র‌্যালী | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৬:৫৭ অপরাহ্ন

পিরোজপুরে আনন্দ র‌্যালী

  • শেষ হালনাগাদ : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৩২ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের মতো পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় শহরের বঙ্গবন্ধু চত্তর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ষ্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহনে বর্নাঢ্য এ আনন্দ র‌্যালী হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত সকলে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানম, জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান ফুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সন্ধ্যায় রয়েছে বর্ণিল আতশবাজি প্রদর্শণী।

এদিকে,পদ্মসেতুর উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসণ ৩ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে । বর্ণিল সাজে পিরোজপুর সেজেছে । জেলার গুরুত্বপূর্ন সড়কগুলোতে লাগানো হয়েছে পদ্মা সেতু, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত রং-বেরং এর ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড। সড়কে সড়কে করা হয়েছে তোরণ ও আলোকসজ্জা।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২২। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x