নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে ৭ উপজেলায় এবার ৪৭০ টি দুর্গা পুজোর আয়োজন করা হয়েছে । এর মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ৬৩টি পূজার জন্য দেওয়া হয়েছে ৩১.৫ মেট্টিক টন, নাজিরপুর উপজেলায় ১১৮টি পূজার জন্য ৫৯ মেট্টিক টন, নেছারাবাদে ১০০টি পূজার ৫০ মেট্রিক টন, কাউখালী ৩৯টি পূজার জন্য ১৯.৫ মেট্রিক টন, ভান্ডারিয়ায় ৪৩টি পূজার ২১.৫ মেট্রিক টন, মঠবাড়িয়া ৮৭টি পূজার জন্য ৪৩.৫ মেট্রিক টন এবং ইন্দূরকানীতে ২৪টি পূজার জন্য ১২ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে । যা বিভিন্ন দূর্গা মন্দিরে বিতরণের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই জেলা প্রশাসকের নির্দেশে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রকদের বরাবরে বরাদ্দপত্র পৌঁছে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে এবং এর পরই জিআর সাহায্যের এ চাল মন্দির কমিটির কাছে প্রদান করা হবে। পিরোজপুর জেলা প্রশাসন সূত্রে এমন তথ্য পাওয়া গেছে ।শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব উদযাপনের করতে স্থানীয় প্রশাসন বদ্ধ পরিকর ।