এস.এম সায়েম, নেছারাবাদ প্রতিনিধি : স্বরূপকাঠীর নান্দুহার কমউিনিটি ক্লিনিকের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। পানির মধ্যে পিলারের বেইজ ঢালাইসহ ইটবালুর সাথে সামান্য পরিমান সিমেন্ট দিয়েই ঢালাই কাজ চলায় এবং নির্ধারিত সিডিউলের তুলনায় কম ঢালাইসহ নিম্নমানের কাজের অভিযোগে জনগণের তোপের মুখে পড়েন পিরোজপুর এলজিইডির সাবেন্ট্যান্ট ইঞ্জিনিয়র হৃদয় বসু। জনগণের বাঁধারমুখে পূনরায় সঠিক ভাবে ঢালাই দেয়া হবে বলে জানান এই তদারকি কর্মকর্তা হৃদয় বসু।