মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার হোসেন হাওলাদার (৬৭) কে শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার উপজেলার দেবীপুর গ্রামের মৃত: হাকিম হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার এ এসআই মাহাবুবুর রহমান জানায়, বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ করায় ২০১১সালের জি আর ১০৬/১১ মামলায় পিরোজপুর যুগ্ন দায়রা জজ আদালত – ২ এর বিচারিক হাকিম গোলাম ফারুক ২/২/১৬ তারিখ আসামী আনোয়ারকে ১বছরের কারাদন্ড ও ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। পলাতক সাজাপ্রপ্ত আসামী আনোয়ারকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেবীপুর গ্রাম থেকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী আনোয়ার দীর্ঘদিন পালিয়ে ছিল গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।