পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের করুন অবস্থা দেখার কোন কর্তৃপক্ষ নাই বলে ওই এলাকার Pintu Hawlader পিন্টু হাওলাদর নামে এক ফেসবুক ব্যবহারকারি তার ফেসবুকে ছবি সহ ক্ষোভ প্রকাশ করেছেন । তিনি আরও লিখেছেন বিদ্যালয়ের ভিতরে ৩ ফুট পানি। বিদ্যালয় ভবন পরিত্যক্ত কোনরকমে কাঠের টিনশেড বানিয়েছে তাও পানি ছুঁই ছুঁই অবস্থা । তার মাঝেই ছাত্র-ছাত্রী ক্লাস করে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবি তাদের বিদ্যালয় ভবন। এ ব্যপারে আর এ ফেসবুক ব্যবহারকারী অভি খান কমেন্টস করেছেন কথায় আছেনা গোয়ালের কাছের ঘাস নাকি গরুতে খায় না,,মেইন রাস্তার পাশেই এই স্কুলটা,,প্রতিদিন কতো নেতারা রাস্তা থেকে যাওয়া আসা করেন,,তাদের চোখে তো এগুলো পরে না,,পরবেই বা কেনো তারা তো কালো চশমা পড়েন কালো গ্লাস লাগানো গাড়ি ব্যবহার করেন,,থু থু দেই ঐ সব নেতাদের গাড়ির উপড় থু থু দেই ওদের সেই কালো সানগ্লাস পড়া মুখের উপর,,যারা এইসব দেখেও না দেখার ভান করে চোখ বন্ধ করে রাস্তা থেকে চলে যায় 😭😭😭। Gobinda Majumder লিখেছেন স্কুলের পূনরায় নির্মান হওয়া দরকার। Md Shohag লিখেছেন কিছু বলার নাই ২বার এমপি রাস্তা পাসে সবার চখের (চোখের) সামনে কারো কোনো গুরতত (গুরুত্ব) নাই। আমি মাজে ( মাঝে) মাজে ( মাঝে) দেখি আর ভাবি লিডাররা এগুলো দ্যাখেনা ক্যানো??????? ওই ফেসবুক পোষ্টটি স্থানীয় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়জিদ হোসেনের নজরে আসলে Baizid Hossain লিখেন , Notun vobon disa minister. এর পরেই অন্য এক ফেসবুক ব্যবহারকারী শফিকুল হাওলাদার লিখেন আলহামদুলিল্লাহ।
নিম্নে বিদ্যালয়টির জড়াজির্ন আরও ছবি………