পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভান্ডারিয়া উপজেলায় বিদ্যুতের নির্মিত লাইন ৮১০ কিলোমিটার ও মোট সংযোগ ৩০৪৭৮টি। কাউখালীতে নির্মিত লাইন ৪১৪ কিলোমিটার ও মোট সংযোগ ১৮১৬৫টি এবং ইন্দুরকানীতে নির্মিত লাইন ৫৭৫ কিলোমিটার ও সংযোগ সংখ্যা ১৯৫৪১টি। শতভাগ বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ভান্ডারিয়ায় ৪৫টি, কাউখালীতে ৫৯টি ও ইন্দুরকানীতে ৪৮টি। পিরোজপুর পল্লীবিদ্যুৎ সমিতি এই বিদ্যুতায়নের কাজ করে।
বুধবার সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধনের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক ও সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম হাওলাদার প্রমুখ। প্রধানমন্ত্রী জেলার দুইজন উপকারভোগীর সাথে কথা বলেন। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।