পিরোজপুরের ইন্দুরকানি উপজেলাকে মাদকমুক্ত করার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় জন প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আজ সোমবার সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম মতিউর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাঘা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, তিনটি ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইন্দুরকানি উপজেলাকে মাদকমুক্ত করার জন্য বিভিন্ন ধরণের পরামর্শ দেওয়ার পাশাপাশি এই উপজেলাকে মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাদক বিরোধী বিভিন্ন ধরণের ফেস্টুন বিতরণ করা হয়। আগামী ৩০ জুন এই উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হবে।