নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরেও শুরু হতে পারে শুদ্ধি অভিযান এমন আভাস পাওয়া গেছে একটি বিশ্বস্তসূত্র থেকে । তবে প্রশাসনের পক্ষ থেকে কেউ সরাসরি এ বিষয়ে কথা বলেনি ।
বিগত কয়েক দিনের পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় পিরোজপুরের হাউজি, রাতে বিভিন্ন ক্লাবে টাকার বিনিময়ে তাসের আড্ডা সহ বিভিন্ন অবৈধ কার্যক্রম বন্ধ হয়ে গেছে । এখন শুধু হাই কমন্ডের নির্দেশনা জন্য অপেক্ষা করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । তার সাথে যুক্ত হতে পারে বিশেষায়িত বাহিনী র্যাব । ইতিমধ্যে গুঞ্জন উঠেছে সরকার দলীয় বিভিন্ন লোকজনের নাম যারা হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে । মূলত অনিয়ম ,দুর্নীতি ও দলীয় অসাধু ব্যাক্তি ও হাইব্রিড অনুপ্রবেশকারীদের বিরদ্ধে রুখতে প্রধানমন্ত্রীর যে শুদ্ধ অভিযান গ্রহন করেছেন তার অংশ হিসেবে এ শুদ্ধ অভিযান পিরোজপুরেও হতে পারে বলে জানায় একটি বিশেষ সূত্র ।