পিরোজপুর পোষ্ট ডেক্স : বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া নিয়ে চরিত দেশাইয়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে।
দীর্ঘদিনের প্রেমিক চরিত দেশাইকে বিয়ের পরিকল্পনা করছেন পরিণীতি। খুব তাড়াতাড়ি তাদের বিয়ে হবে বলেও গুঞ্জন রয়েছে। ২০১৬ সালে চরিতের সঙ্গে পরিণীতির পরিচয়। এরপরই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। এছাড়া বড়বোন প্রিয়াঙ্কার বিয়েতেও উপস্থিত ছিলেন চরিত।
করন জোহরের ধর্মা প্রোডাকশনের হয়ে কাজ করেন চরিত। হৃতিক রোশান অভিনীত অগ্নিপথ সিনেমায় করন মালহোত্রার এবং রান সিনেমায় রাম গোপাল ভার্মার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি আমাল মালিকের ‘ঘার সে নিকাল তে হি’, নেহা কাক্কর-হিমাংশ কোহলির ‘ওহ হামসাফার’ এবং অখিল সাজদেবার ‘গাল সুন’ মিউজিক ভিডিও পরিচালনা করেছেন।
সম্প্রতি ভারতীয় গনমাধ্যমে এ বিষয়ে প্রশ্ন করা হলে পরিণীতি চোপড়া বলেন, আমি কোনো কিছু স্বীকার বা অস্বীকার কোনোটাই করছি না।