নিজস্ব প্রতিবেদক ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি সদস্য জয়নাল মল্লিককে (৬০) পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জয়নাল মল্লিক উপজেলার পত্তাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য। ঐ গ্রামের এক গৃহবধূর সাথে পরকীয়ার জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় অনেকে জানান। ঘটনার পর এলাকাবাসী জয়নাল মল্লিককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার খবর পেয়ে রাত ১১ টার দিকে ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন।
তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেউতিবাড়িয়া গ্রামের কাজল বেগম ও তার স্বামী আকব্বর ওরফে খোকা সিকদারকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, ইউপি সদস্য জয়নাল মল্লিকের সাথে স্থানীয় কাজল বেগম নামে এক মহিলার পরকীয়ার সম্পর্ক চলছে দীর্ঘদিন ধরে। তাদের দুজনার কথপকথনের পরকীয়ার একাধিক অডিও রেকর্ড ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার রাতে কাজল বেগমের সাথে দেখা করতে তার বাড়িতে গেলে জয়নালকে হাতেনাতে ধরে ফেলে মহিলার স্বামী খোকা সিকদার। আর এই পরকীয়ার ঘটনা নিয়েই এ হামলার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
আহত জয়নাল মল্লিকের ভাই আব্দুস সালাম বলেন,কোন পরকীয়ার সম্পর্ক নয়। শত্রুতা বশত পরিকল্পিত ভাবে আমার ভাইকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে খোকা সিকদার ও তার লোকজন।
ওসি মোঃ হাবিবুর রহমান স্থানীয়দের বরাদ দিয়ে জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে ইউপি সদস্য জয়নাল মল্লিককের উপর হামলার ঘটনা ঘটে। স্বজনরা তাকে আহত অবস্থায় পিরোজপুর সদর হাসপতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, তবে এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে।