নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পরকিয়া প্রেমের জের ধরে মো. সাব্বির হোসেন ফকির (৩৩) নামের এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানয়ারী গ্রামে। এতে গুরুতর আহত সাব্বির হোসেনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরন করা হয়েছে। আহত ওই যুবক ওই গ্রামের মৃত আ: রব ফকিরের ছেলে। তিনি পিরোজপুরের একটি মাদরাসার শিক্ষক বলে জানা গেছে।
আহত ওই যুবকের মা রনজিলা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার পুত্রকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গত বুধবার সন্ধ্যায় একই গ্রামের প্রতিপক্ষের মো. সিরাজুল ইসলাম শেখ ও তার সহোদর ওবায়দুল শেখ তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে রেখে যায়। পরে স্থানীয়রা আমাদের খরব দেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন যুবক ওই দিন সন্ধ্যায় স্থানীয় কুমার খালী বাজারে অনুষ্ঠিত ফুটবল খেলা দেখে থেকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বানিয়ারী বাজারে থাকা সিরাজুল ইসলাম শেখ ও তার ভাই ওবায়দুল শেখ বাজারের আক্রাম সর্দারের দোকোনের সামনে ফেলে ওই যুবককে এলাপাথারি কুপিয়ে আহত করে।
স্থানীয় ইউপি মেম্বার মো. নজরুল ইসলাম সর্দার জানান, সিরাজুল ইসলামের স্ত্রীর সাথে সাব্বির হোসেনের পরকিয়া প্রেমের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে আমরা স্থানীয়ভাবে কয়েকবার শালিশ বৈঠকও করেছি।
এ ব্যাপারে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম মনির জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।