নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। পিরোজপুর জেলা ও সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে বুধবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিউল হক মিঠু সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল পারভেজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন সিকদার এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এতে সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো : জসিম হাওলাদার (রায়হান ) ।