1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
নয়া পাক সেনা প্রধান হিসেবে অসিমকে বেছে নিলেন শাহবাজ | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

নয়া পাক সেনা প্রধান হিসেবে অসিমকে বেছে নিলেন শাহবাজ

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৩৩ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট : পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনিরকে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।  বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় নতুন সেনাপ্রধানের নাম জানান ।

তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী তাঁর সাংবিধানিক কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনিরকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

এই ঘোষণার পর একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী তাঁদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ নিয়োগকে ‘রাজনীতির চোখ’ দিয়ে দেখা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এ দুই শীর্ষ সামরিক কর্মকর্তার নিয়োগসংক্রান্ত সারসংক্ষেপ প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠানো হয়েছে।

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনির।

তথ্যসূত্র : পাকিস্তানের গণমাধ্যম ডন 

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x