পিরোজপুর পোষ্ট : নয়াপল্টন একটি ক্রাইমসিন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ কারণেই সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
বিপ্লব কুমার বলেন, এখান থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে। আরও অনেক কিছু থাকতে পারে। সেটার জন্য আমাদের বিশেষজ্ঞরা কাজ করছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত এখানে কারো প্রবেশের অনুমতি নেই। তবে স্থানীয় বাসিন্দা বা অফিসে নিজের পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলে নিশ্চিন্তে প্রবেশ করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ দলের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি অফিস কিংবা এই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না।