পিরোজপুর পোষ্ট : নয়াপল্টনে উন্মুক্ত জায়গায় গণসমাবেশ করতে অনুমতি দেয়া হয়নি। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে অনুমোদন এখনও দেয়া হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এসময় তিনি জানান, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুরোধ জানানো হয়েছে । তারা যদি সেখানে সমাবেশ করে তাহলে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে তা সমাধান করা হবে। পুলিশ অনুমোদনহীন ও অনুমতি ছাড়া কোথাও সমাবেশ করতে দেবেনা। ডিএমপির অনুমোদন ছাড়া কোনো জায়গায় কর্মসূচি পালন করা যাবেনা। বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেয়া হবেনা ।
তিনি আরো জানান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গে একদিন আমরা রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরেছি ভেন্যুর জন্য। সে সময় বিভিন্ন স্পট দেখার পর পল্টন ও আরামবাগের আশপাশের রাস্তায় সমাবেশের অনুমতির জন্য বলেছিল বিএনপি, পরে আমরা সেটি না করে দিয়েছি। গতরাতেও বিএনপিকে সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করতে বলা হয়েছে । সেখানে সমস্যা হলে আমরা আলোচনা করে সমাধান করবো।