নেছারাবাদ প্রতিনিধিঃ
স্যানিটেশন মাস উপলক্ষে জাতীয় দৈনিক কালেরকন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা, হাত ধোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে স্বরূপকাঠি কিন্ডার গার্টেন থেকে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকদের নিয়ে এক স্যানিটেশন বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয়ের মাঠে হাত ধোয়া প্রদর্শন শেষে বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভসংঘ স্বরূপকাঠি শাখার সভাপতি মো. মহিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র গোলাম কবির, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এম এ কাদির, কালেরকন্ঠের স্বরূপকাঠি প্রতিনিধি ও স্বরূপকাঠি শুভসংঘের উপদেষ্টা মো. হযরত আলী হিরু, স্বরূপকাঠি শুভসংঘের নারী বিষয়ক সম্পাদক আফসানা মিমি, সদস্য জসীম নায়েক, শিক্ষিকা শিউলী বেগম ও শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ। সভায় কিন্ডার গার্টেনের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।