নেছারাবাদ প্রতিনিধি : নেছারাবাদে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিন গুনী শিক্ষককে শিক্ষাবিদ হাবীবুল্লাহ স্মৃতি পদক দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে শিক্ষক সমিতি পূর্বাঞ্চল শাখা ও অরনি পাঠাগারের পক্ষ থেকে ওই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখায় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সতীন্দ্র নাথ মন্ডল ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি মুহাম্মদ হাবীবুর রহমান নামে তিন গুনী শিক্ষককে ওই পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান আব্দুল হক।অনুষ্ঠানের উদ্বোধন করেন নেছারাবাদ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি সুখরঞ্জন বেপারী। শিক্ষক সমিতির সভাপতি শংকর কুমার বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, জেলা শিক্ষক সমিতির সম্পাদক মো. নজরুল ইসলাম মৃধা,স্বরূপকাঠি শিক্ষক সমিতির সম্পাদক মো. মোশারফ হোসেন , সহসভাপতি তৌফিক উজ্জামান, অরনি পাঠাগারের সভাপতি ধীরেন হালদার প্রমুখ।