1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
নেছারাবাদে ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:১৫ অপরাহ্ন

নেছারাবাদে ঐতিহ্যবাহী হা ডু ডু খেলা অনুষ্ঠিত

  • শেষ হালনাগাদ : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৬৪৬ জন সংবাদটি দেখেছেন

মোঃ হাবিবুল্লাহ, নেছারাবাদঃ
নেছারাবাদ উপজেলার নান্দুহার গ্রামে ঐতিহ্যবাহী জনপ্রিয় হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নান্দুহারের মৌলভি বাড়ী ঈদগা মাঠে স্থানীয় ক্রীয়ামোদীদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।


খেলা দেখতে পার্শ্ববর্তী ভিবিন্ন এলাকাসহ স্থানীয় প্রায় হাজারো মানুষের ভীড় জমে। এতে নান্দুহার ও ইলুহার গ্রামের ইলুহার নামে দু’টি টিম অংশ নেয়। খেলায় অংশ নেয়া দুইটি দলই জিততে তুমুল লড়াই করে গোল শূণ্যতে খেলা অমিমাংশিত থেকে যায়। পরে কর্তৃপরে সির্দ্ধান্ত মোতাবেক দুই দলের সুবিধা অনুযায়ি পরবর্তী সময়ে খেলার আয়োজন করা হয়।


কাজী শাহিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, বিশেষ অতিথি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদ উদ্দীন, সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন ওসিম, সোহাগদল ইউপি চেয়ারম্যান আঃ রশিদ, ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। খেলার প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন কাজী তৌহিদুল ইসলাম।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x