মোঃ হাবিবুল্লাহ, নেছারাবাদঃ
নেছারাবাদ উপজেলার নান্দুহার গ্রামে ঐতিহ্যবাহী জনপ্রিয় হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নান্দুহারের মৌলভি বাড়ী ঈদগা মাঠে স্থানীয় ক্রীয়ামোদীদের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে পার্শ্ববর্তী ভিবিন্ন এলাকাসহ স্থানীয় প্রায় হাজারো মানুষের ভীড় জমে। এতে নান্দুহার ও ইলুহার গ্রামের ইলুহার নামে দু’টি টিম অংশ নেয়। খেলায় অংশ নেয়া দুইটি দলই জিততে তুমুল লড়াই করে গোল শূণ্যতে খেলা অমিমাংশিত থেকে যায়। পরে কর্তৃপরে সির্দ্ধান্ত মোতাবেক দুই দলের সুবিধা অনুযায়ি পরবর্তী সময়ে খেলার আয়োজন করা হয়।