নেছারাবাদ প্রতিনিধি : নেছারাবাদে ১৫ পিস ইয়াবাসহ মাইনুল ইসলাম হিমেল(২৭) ও ইমন হোসেন আকাশ(২২) নামে দু‘যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পৌর শহরের জগৎপট্টি গ্রামের বাহির চরের ট্রাক পয়েন্ট এলাকা থেকে নেছারাবাদ থানার এ,এস,আই মোজাম্মেল হোসেন তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদব্র নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাইনুল হোসেন হিমেল গ্রামের জাহাঙ্গির হোসেনের ছেলে। এছাড়া গ্রেফতারকৃত আকাশ একই গ্রামের গোলাম রসূলের ছেলে।
নেছারাবাদ থানার এ,এস,আই মোজাম্মেল জানান, গোপনসূত্রে বুধবার বিকেলে ১৫ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।