পিরোজপুর পোষ্ট : দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা মুনমুন। তবে এবার নায়িকা হিসেবে নয় ফিরেছেন খল নায়িকা হিসেবে । ‘রাগী’ সিনেমায় মুনমুনকে দেখা যাবে ‘ভিলেন’ চরিত্রে।
সিনেমাটির নির্মাতা মিজানুর রহমান মিজান জানান, শুক্রবার (১৪ অক্টোবর) দেশজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। মোট ২৮টি প্রেক্ষাগৃহে চলছে ‘রাগী’।
মুনমুন এ বিষয়ে বলেন, ‘সিনেমার নায়ক আবীর আমাকে গল্পটা শুনিয়েছিল। গল্প শুনেই বলেছিলাম সিনেমাটা আমি করব। গতানুগতিক ধারার বাইরের চরিত্র পেয়েছি। সাধারণত দর্শক আমাকে নায়িকা চরিত্রে দেখেছে। এই প্রথম অন্যরকম একটা কাজ করলাম। আশা করি, দর্শক এন্টি-হিরো মুনমুনকে পছন্দ করবে।’
জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় এটি প্রযোজনা করেছেন জাকেরা খাতুন জয়া। সিনেমাটিতে আবিরের বিপরীতে অভিনয় করেছেন আঁচল আঁখি ও মৌমিতা মৌ। এছাড়াও আছেন শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, খালেদা আক্তার, কাজী হায়াৎ, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার, সনি প্রমুখ।