1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
নাজিরপুরে ১৩২ বস্তা সরকারী চাল সহ ব্যবসায়ী আটক | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন

নাজিরপুরে ১৩২ বস্তা সরকারী চাল সহ ব্যবসায়ী আটক

  • শেষ হালনাগাদ : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৫৬ জন সংবাদটি দেখেছেন

নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ১৩২ বস্তা সরকারী চাল সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার সংলগ্ন মো. আ. হক শেখের মালিকাধীন গুদাম থেকে ওই সব চাল আটক করা হয়েছে। থানা পুলিশের অফিসার ইন চার্জ মো. মুনিরুল ইসলাম মুনির জানান, স্থানীয়রা ওই সব চাল পাওয়ার বিষয়টি খবর দিলে সেখানে গিয়ে ওই সব চাল পাওয়া যায়। চালগুলো সরকারী বস্তায়। প্রতিটি বস্তায় ৩০ কেজি পরিমান চাল রয়েছে। আর এসব বস্তায় খাদ্য গুদামের নাম উল্লেখ সহ প্রধান মন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে। আর এ ঘটনায় গুদাম মালিক মো. আ. হক শেখ (৫০) কে আটক করা হয়েছে। আটককৃত ওই সব চাল যাচাই বাছাই চলছে। আটককৃত হক শেখ ওই এলাকার রসুল শেখের পুত্র।
স্থানীয়রা জানান, আটককৃত ওই সব চাল ওই দিন দুপুরে ওই গুদামে দেখে তা সরকারী চাল হিসাবে তাদের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেন। পুরিশ চালগুলো জব্দ করেন।
এ ব্যাপারে ওই গুদাম মালিক ও চালের মালিকানা দাবীকরা মো. আ. হক শেখ জানান, তিনি খাদ্য গুদামের লাইসেন্সধারী ব্যবসায়ী হিসাবে ওই চাল উপজেলার শ্রীরামাকঠী গুদাম থেকে ওই দিন দুপুরে এনেছেন। কিন্তু শ্রীরামাকাঠী খাদ্য গুদামের রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রানী মৃধা এ চাল তাদের নয় বলে তিনি জানান। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x