23 January- 2021 ।। ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ


নাজিরপুরে মধুমতি নদীতে ভাঙ্গন

নিজস্ব প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মধুমতি নদীতে প্রবল ভাঙ্গন দেখা দেয়ায় নদী তীরবর্তী ২নং মালিখালি ইউনিয়নের সাচিয়া বাজার নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে মালিখালি ইউনিয়নের স্কুল, মন্দির, বাসস্থানসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসন অবগত থাকা সত্ত্বেও কোন প্রতিকার না পাওয়ায় ক্ষোভে ফুসঁছেন স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা।
সাচিয়া বাজারের মিষ্টির দোকান ব্যবসায়ী লিটন পাত্র জানান, বাজারে তাদের দুটি মিষ্টির দোকান ছিল। নদী ভাঙ্গনের কবলে পরে তা বিলীন হয়ে গেছে। নদী তীরবর্তী আরও প্রায় ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। সমীর পাত্র জানান, নদী ভাঙ্গনের শুরু থেকেই স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জানানো হয়েছে। তবে ভাঙ্গনরোধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
মালিখালি ইউনিয়নের চেয়ারম্যান সুমন মন্ডল (মিঠু) জানান, মধুমতি নদী থেকে বালু উত্তোলনের ফলে আমার ইউনিয়নের ১১নং ঝনঝনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাচিয়া র্সাব্বজনীন দূর্গা মন্দির, সাচিয়া বাজারের দোকান ঘর, জেলে সম্প্রদায়ের কয়েক শত ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। আমি কয়েক বার বিষয়টি উপজেলা আইন শৃংখলা সভা এবং উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে ভাঙ্গনের বিষয়টি উত্থাপন করলেও আজ পর্যন্ত প্রশাসন কোন প্রতিকারের ব্যবস্থা করেনি।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহ আলম বালী জানান, সাচিয়া বাজার রক্ষায় সেখানে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিউব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধের একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ বিষয়ে কয়েকবার দরপত্র আহবানও করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন দরপত্রদাতা পাওয়া যায়নি। ফলে কাজটি করা যাচ্ছে না।
আরো সংবাদ
   

সম্পাদক ও প্রকাশক : কে.এস.রায়

  • অস্থায়ী অফিস : লইয়ার্স  প্লাজা , পিরোজপুর ।
  • যোগাযোগ : ০৯৬৩৮০৪৭৫৭৩
  • ইমেইল : pirojpurpost24@gmail.com
টপ
সম্মেলনে কেঁদে ফেললেন ৩০ বছরের কাউন্সিলর পিরোজপুরে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৬ দফা দাবিতে পিরোজপুরে মৎস্যজীবীদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান অবৈধ পার্কিং – বাড়ছে যানজট কর্তৃপক্ষ দৃষ্টি দিন ইংরেজী নতুন বছরে রূপালী ব্যাংকের শুভেচ্ছা উপহার ভান্ডারিয়ায় ট্রলি উল্টে চালক নিহত পিরোজপুরে শিশুকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন নাজিরপুরে দুই যুবলীগ নেতার হাত – পা ভেঙে দিল দুর্বৃত্তরা বরগুনায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদকের বাড়িতে ককটেল বিস্ফোরন মঠবাড়িয়ায় বেদে পল্লীতে ইউএনও’র কম্বল বিতরণ