নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গীলাতলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী গত ২ দিন যাবত বিয়ের দাবিতে প্রেমিক ধ্রব দাশের (২০) বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে স্কুল ছাত্রীকে প্রেমিকের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে ঘটনাটি ধামা চাপা দিতে স্থানীয় শৈলেন্দ্র নাথ সমাদ্দারসহ প্রভাবশালীরা উঠে পড়ে লেগেছেন।
স্কুল ছাত্রী জানায়, গত সোমবার বিকালে সে বিয়ের দাবিতে ওই বাড়িতে অবস্থান নিলে মঙ্গলবার সকালে প্রেমিক ধ্রব বাড়ি থেকে পালিয়ে যায়। স্কুল ছাত্রী আরও জানায়, গত ৫ মাস পূর্বে প্রেমিক ধ্রব দাশের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে। বিয়ের কথা বললে ধ্রব তাকে এড়িয়ে চলে।
এ ব্যপারে অভিযুক্ত ধ্রব দাশের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
নাজিরপুর থানার পুলিশের ইনচার্জ মুনিরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। ওই স্কুল ছাত্রীর পরিবার থেকে যদি আইনি সহায়তা চায় আমরা দেব।
অভিযুক্ত প্রেমিক ধ্রব দাশ উপজেলার শাঁখারিকাঠী গ্রামের দুলাল চন্দ্র দাশের ছেলে।