1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
নাজিরপুরে বাস চাপায় প্রাণ গেল ঠিকাদারের | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:২১ অপরাহ্ন

নাজিরপুরে বাস চাপায় প্রাণ গেল ঠিকাদারের

  • শেষ হালনাগাদ : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৬৮১ জন সংবাদটি দেখেছেন

এইচ এম লাহেল, নাজিরপুরঃ
পিরোজপুরের নাজিরপুরে বাস চাপায় মো. তানভীর হাসান নিলু (৪২) নামের এক ঠিকাদার নিহত হয়েছে। আজ রবিবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার আধাঝুড়ির চরখোলা ব্রীজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিলু উপজেলার মাটিভাঙ্গা বাজারের মৃত লোকমান হাকিমের পুত্র।
প্রত্যক্ষদর্শী মো. লিটন শেখ জানান, ওই সময় মোটর সাইকেলে করে নাজিরপুর থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন ঠিকাদার নিলু। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী পাটগাতী গামী লোকাল বাস (ঝালকাঠী-জ-০৫-০০১২) সম্মুখ থেকে তাকে চাপা দেয়। এ সময় সেখানে থাকা স্থানীয় মো. লিটন শেখ ও মো. কেরামত শেখ নামের ২ যুবক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. কাওছার হোসেন জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এসময় ওই বাসের ছাদে থাকা বেল্লাল হোসেন নামের এক যুবক ছাদ থেকে পরে আহত হয়।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x