নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা আ’লীগ ও অঙ্গ দলের নেতৃবৃন্দ, স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
উপজেলা পরিষদের সামনের থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বের হওয়া এ র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আ’লীগের উদ্যোগে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে দলের উপজেলা সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, মুক্তিযোদ্ধা শেখ মো. নজরুল ইসলাম বাবুল, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা বাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস, নাইম হাওলাদার প্রমুখ।
এ দিকে উপজেলা সদরের নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আযোজন করা হয়। বিদ্যালয়ের হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অনিমা রানীর সভাপতিত্বে অলোচনা সভায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিরেন্দ্র নাথ মজুমদার, রেবেকা সুলাতানা, শিক্ষার্থী মিথি মাশরি প্রমুখ।
এ ছাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৃথক শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।