নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবে মো. ছিদ্দিকুর রহমান তুহিন ( দৈনিক আজকের দর্পন) ও মো. তৌফিক ইসলাম দেলোয়ারকে ( দৈনিক আমাদের কণ্ঠ) সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিক্রমে ও সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। কমিটির নতুন সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আক্রাম আলী ডাকুয়া ( দৈনিক দিনকাল), সহ-সাধারন সম্পাদক এবি তাওহীদ, অর্থ সম্পাদক মো. হাসানাত ডালিম ( দৈনিক মানব জমিন), দপ্তর ও তথ্য সম্পাদক মো. আল-আমিন হাজরা (এফএনএস ও দৈনিক বাংলাদেশ সময়), সাহিত্য ও প্রচার সম্পাদক মো. মুজিবুর রহমান (দৈনিক পূর্বাঞ্চল), সহ ৪ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।