পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনয়িন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২১ আগষ্ট) বিকালে স্থানীয় বরইবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কাঙ্গালী ভোজে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রীর বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোশরাক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ওই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিবনাথ সাহা প্রমুখ। পরে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।