বিশ্বনাথ রায়, কলকাতা থেকে : ঘোষণা মতো নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ৯ মার্চ বিকেলে মনোনয়ন জমা দেবেন তিনি ।এত দিন .যে ভবানীপুরে দাঁড়াতেন মমতা, ’২১-এর ভোটে সেখানে প্রার্থী হচ্ছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে। আলিপুরদুয়ারে দাঁড়াবেন সৌরভ চক্রবর্তী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হচ্ছে বাঁকুড়া থেকে। মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন জুন মাল্য। সিঙ্গুরে ‘মাস্টারমশাই’ রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পরিবর্তে প্রার্থী হচ্ছেন বেচারাম মান্না। চন্দ্রিমা ভট্টাচার্য দাঁড়াবেন দমদম উত্তরে। শারীরিক অসুস্থতার জন্য এ বারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অমিত মিত্র। এবং পূর্ণেন্দু বসু। ৮০-র ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের এ বার টিকিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন মমতা।