1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ধর্ষক যখন শিশু | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ১৫ অগাস্ট ২০২২, ০৩:২৭ পূর্বাহ্ন

ধর্ষক যখন শিশু

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫৪৯ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তিন বছরের শিশুকে নয় বছরের এক শিশু ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার নাজিরপুর উপজেলার শাখারিকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের। বুধবার সকালে ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শিশুটি চতুর্থ শ্রেনীর ছাত্র ও উপজেলার মাটিভাঙা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের জনৈক ব্যক্তির ছেলে। শিশুটি মায়ের সঙ্গে বুড়িখালী গ্রামের নানার বাড়িতে বসবাস করে শিশুটি।
ধর্ষণের শিকার শিশুর মায়ের ভাষ্য, মঙ্গলবার বিকেলে আমি স্থানীয় দীঘিরজান বাজারে যাই। এই সুযোগে প্রতিবেশী ওই ছেলে শিশুটি ঘরে ঢুকে আমার মেয়েকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে মেয়েকে কান্না করতে দেখে জানতে চাইলে এ ঘটনা জানায়। সেই সঙ্গে মেয়েটির গোপনাঙ্গ থেকে রক্ত বের হতে দেখা যায়।
তিনি বলেন, গুরুতর অবস্থায় বুধবার সকালে মেয়েকে চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকৎসরা উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে যাই। ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার খোঁজখবর নিয়েছি। অভিযুক্ত শিশুটির বয়স নয় বছর। তাকে আটক করা হবে। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২২। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x